ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্প কাজ পরিদর্শনে জাপান রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২০:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৩

সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্প কাজ পরিদর্শনে জাপান রাষ্ট্রদূত

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও মেয়র আইভি রহমান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। 

রবিবার (৪ জানুয়ারি) প্রথমে তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মেডিকেল বর্জ্য ডাম্পিং প্রকল্প পরিদর্শনে যান এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রকল্পের বিষয়ে বিস্তারিত শুনেন।

এসময় প্রকল্প সংশ্লিষ্টরা তাকে জানান, এটি চালু হলে পরিবেশ দূষণ কমে আসবে, অপচয় কমবে এবং বাসযোগ্য আরো সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। পরে রাষ্ট্রদূত জানতে চান বর্জ্য থেকে নতুন কোন পরিকল্পনা আছে কিনা। উত্তরে সংশ্লিষ্টরা তাকে জানান, তারা আপাতত ভালো বিনিয়োগকারী খুঁজবেন। 

তারপর এ প্রকল্পের পরবর্তী ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করবেন। এসময় জাপান অ্যাম্বসির কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজ পরিদর্শন করেন।  
 

 

এমএস

×