ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দিনাজপুরে ডিসির স্বাক্ষর জাল করে পত্রিকায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর 

প্রকাশিত: ১৭:৩৬, ১৭ জানুয়ারি ২০২৩

দিনাজপুরে ডিসির স্বাক্ষর জাল করে পত্রিকায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

ফাইল ফটো

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাম এবং জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে সংবাদপত্রে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। 

সোমবার (১৭ জানুয়ারি) বিকালে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশের পর এ তথ্য জানা যায়। তিনি তার নিজস্ব ফেসবুক পেজেও ‘সতর্কীকরণ বার্তা’ শিরোনামে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এর আগে গত রবিবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পদে ৫০ জন নিয়োগের একটি কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকায় ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশাল আকারে প্রকাশিত হয়। দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার ১৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখের ০৫.৫৫.২৭০০.০১৫.০৬.০১৬.১৯-২৬ স্মারক মূলে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫/০১/২০২৩ তারিখে দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক খবর একদিন পত্রিকায় অজ্ঞাত প্রতারক চক্র জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর এবং জেলা প্রশাসক, দিনাজপুর এর নাম ও স্ক্যানকৃত স্বাক্ষর ব্যবহার করে কর্মচারী নিয়োগ সংক্রান্ত মিথ্যা ও বানোয়াট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতারক চক্র তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য প্রকাশ করেছে যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের প্রতারণার ফাঁদে না জড়ানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

গণবিজ্ঞপ্তির নিচে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর স্বাক্ষর রয়েছে। এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর শহরময় তোলপাড় শুরু হয়। কে বা কোন প্রতারক চক্র এমন বিজ্ঞপ্তি প্রকাশের সাহস দেখালো, এ কথা এখন সবার মুখে মুখে। কারা এমনটা করতে পারে তা নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচনার ঝড় বইছে। 

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতারক চক্র যারা জড়িত তাদেরকে চিহ্নিত করছে পুলিশ। এই ঘটনায় যাতে করে কেউ বিভ্রান্ত না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 
 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার