ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যুবক হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

প্রকাশিত: ১৭:২১, ২৯ নভেম্বর ২০২২

যুবক হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

আদালতে আসামিদের উচ্ছ্বাস

কুষ্টিয়ায় টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে লিটন বিশ্বাস (৩০) নামে এক যুবককে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মামলার ২১ আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পশ্চিম আব্দালপুর গ্রামের ইছাহক মাষ্টারের ছেলে আলী রেজা সিদ্দিক বুলবুল ওরফে বড় কালু, মৃত্তিকাপাড়া গ্রামের মৃত এছেম আলীর ছেলে মনোয়ার ওরফে মনো এবং মাইজপাড়া গ্রামের জলিলের ছেলে লিয়াকত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা অনুপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৮ জুন সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনের পূর্বপাশে লিটনের দেহবিহীন মাথা উদ্ধার করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। 

এ ঘটনায় ওইদিন নিহতের বাবা ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার গোলকনগর গ্রামের মৃত চেতন আলী বিশ্বাসের ছেলে আজিবর বিশ্বাস বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে ইবি থানার এসআই মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে ২০১১ সালের  ২৮ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন। 

আদালতের পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, টেন্ডার সংক্রান্ত বিরোধের জের ধরে লিটনকে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে হত্যার দায়ে ৩জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। তবে দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন। এ মামলার ২১ আসামিকে খালাস দেয়া হয়েছে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার