
জরিমানা
বাগেরহাটে পণ্যের গায়ে আমদানিকারকের লেভেল না থাকায় এবং বিদেশি পণ্যের প্রায় ১৫শ ফাঁকা লেভেল পাওয়ায় জাহাঙ্গীর হোসেন নামের এক কসমেটিক্স ব্যবসায়ী ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের হরিণখানা এলাকার কসমেটিক্সের দোকান শামীমা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
তিনি বলেন, শামীমা এন্টারপ্রাইজে বেশকিছু বিদেশি পণ্যে আমদানিকারকের লেভেল ছিল না। এই কারণে বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেই সঙ্গে দোকানে পাওয়া বিভিন্ন বিদেশি পণ্যের প্রায় ১৫শ লেভেল পুড়িয়ে দেওয়া হয়েছে। পণ্যগুলো আসল কি নকল তা জানা যায়নি। আমদানিকারকের লেভেল না থাকা পণ্যগুলোকে ফেরত দিতে বলা হয়েছে।
এসআর