
মেশিন জব্দ
রাঙ্গামাটির নানিয়ারচরের চেঙ্গী নদীতে থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বালুর মেশিন জব্দ করা হয়েছে।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান মঙ্গলবার দুপুরে বুড়িঘাটের মংখোলা,নিচপুলি পাড়া এলাকার চেঙ্গী নদীতে এক অভিযান চালিয়ে বালু উত্তোলনের মেশিন জব্ধ করেছেন। থানা পুলিশ, নানিয়ারচর জোন সেনাবাহিনী,আনসার সদস্য এবং গণ্যমান্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে বলে নির্বহী কর্মর্তা জানায়।
বুড়িঘাট ইউনিয়নের নিচপুলি পাড়া,মংখোলা এলাকার চেঙ্গী নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখান থেকে থেকে ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবেশ ও সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। নানিয়ারচরে অবৈধ ড্রেজার ও বালু উত্তলোন কারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এমএস