ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় মুণ্ডা হত্যার বিচার দাবিতে অবরোধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ২২:২৬, ১২ অক্টোবর ২০২২

সাতক্ষীরায় মুণ্ডা হত্যার বিচার দাবিতে অবরোধ

শ্যামনগরে নরেন্দ্র মুন্ডা হত্যাকারীদের বিচার দাবিতে সড়ক অবরোধ

শ্যামনগরে নরেন্দ্র মুণ্ডা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১টায় শ্যামনগরে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন মুণ্ডা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটির আহ্বায়ক গোপাল মুণ্ডা। কর্মসূচীতে বক্তারা বলেন, মুণ্ডা সম্প্রদায়ের সম্পত্তি অবৈধ দখল নিতে বারবার তাদের ওপর হামলা করা হয়। গত ১৯ আগস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত হন নরেন্দ্র নাথ মুণ্ডা।

এ ঘটনায় একটি মামলা হলেও হত্যাকা-ের সঙ্গে জড়িত আসামিরা জামিন নিয়ে এলাকায় রয়েছেন। তারা মামলা তুলে নিতে মুণ্ডা সম্প্রদায়ের সদস্যদের বিভিন্ন হুমকিধমকি প্রদর্শন করে যাচ্ছেন বলে বক্তারা অভিযোগ করেন। বক্তব্য রাখেন, জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির সদস্য প্রফেসর আব্দুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ওসমান গণি, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বাসদের জেলা সংগঠক এ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, মুণ্ডা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটির সদস্য শেখ ফারুক হোসেন, রাম প্রসাদ মুণ্ডা প্রমুখ।

×