ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

প্রকাশিত: ১৩:৫২, ৫ অক্টোবর ২০২২

কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

সৈকতে পর্যটকদের সরব উপস্থিতি

ঈদে মিলাদুন্নবী, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব এবং সাপ্তাহিক ছুটিসহ মোট ৫ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবিরা। ফলে ছুটি কাটাতে কুয়াকাটায় ভিড় করছেন হাজারো পর্যটক।

আগত পর্যটকরা জিরো পয়েন্টে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া রাখাইন মার্কেট, শুটকি পল্লী, ইলিশ পার্ক ও ইকো পার্কসহ বিভিন্ন পর্যটন স্পটেও রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। পর্যটকদের আনাগোনায় বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। 

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত কুয়াকাটায় প্রথম শ্রেণির হোটেলগুলোর শতভাগ কক্ষ বুকিং হয়েছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলের শতভাগ কক্ষ আজকের মধ্যে বুকিং হয়ে যাবে বলে আশা করছি। গতকাল থেকেই কুয়াকাটায় পর্যটক আগমনের ঢল নেমেছে। আমরা পর্যটকদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি।

এমএইচ

×