
কান ধরে ওঠবস
লালমনিরহাটের পাটগ্রামে যৌতুক নিয়ে বাল্য বিয়ের অপরাধে ঘটক, বর ও বরের বাবাকে কান ধরে উঠবসের ভিডিও ভাইরাল হয়েছে। ফলে চাঞ্চল্য সৃষ্ঠি হয়েছে জেলায়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
জানা যায়, উপজেলার বাউরা ইউপির হোসেনবাদ গ্রামে ছেলের সঙ্গে পাশের গ্রাম সরকারের হাটের ৯ম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে বিয়ে ঠিক হয়। এই ঘটনা অপরাধ বলে বিয়ে বন্ধে জনৈক যুবক সামাজিক যোগাযোগ মাধমের সাংবাদিক পরিচয়ে বর, বরের বাবা ও মেয়ের বাবাকে কান ধরে উঠবস করানোর শাস্তি দেয়। সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন ওই যুবক। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় পাটগ্রাম থানায় বরের বাবা লিখিত অভিযাগ করে বলেন, মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা নেন রাকিবুল হাসান আশরাফী নামের ওই যুবক। সম্মানহানির ভয়ে টাকাও দিয়েছি তাকে।
পাটগ্রাম থানার ওসি মো. ওমর ফারুক জানান, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভাইরাল করা ভিডিওটি বর্তমানে তার টাইমলানে নেই। ভিডিওটি দেওয়া ঠিক হয়নি বুঝতে পেরে হয়তো টাইমলাইন থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এমএইচ