ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ডোমারে আউশের বাম্পার ফলনের আশা

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০০:০৮, ১৯ আগস্ট ২০২২

ডোমারে আউশের  বাম্পার ফলনের  আশা

ডোমার উপজেলায় আউশ খেত

ডোমারে ভিত্তি বীজ আলু উপাদন খামারে ২৪০ একর জমিতে আউশ ধান চাষ করা হয়েছেএসব জমির দিকে তাকালে প্রাণ জুড়িয়ে যায়থোকায় থোকায় ধান আর ধানআশা করা হচ্ছে এবার বাম্পার ফলন হতে যাচ্ছে

বৃহস্পতিবার বিএডিসি সূত্র জানায়, আগামী এক দুই সপ্তাহের মধ্যে আউশ ধান কাটাই ও মাড়াইয়ের কাজ শুরু হবেএর আগে ওইসব জমিতে খামারটি আলু ওঠানোর পর কয়েক মাস জমিগুলো পতিত হয়ে থাকতএতে করে মাটির উর্বর শক্তি কমে যেতমাটির উর্বর শক্তি বাড়ানোর জন্য ধৈঞ্চা লাগানো হতোগাছগুলো ৩/৪ ফুট লম্বা হলে চাষ দিয়ে মাটিতে পচানো হয়পচে গেলে এটি মাটিতে জৈব সার হিসেবে কাজ করে

এর পর কয়েকটি চাষ দিয়ে ওই জমিতে আউশ ধান রোপণ করা হয়খামারের জমিগুলো অধিকাংশ বেলে মাটি হওয়ায় আলু উপাদনের পর কয়েক মাস পতিত হিসেবে পড়ে থাকতকর্তৃপক্ষ ওই পতিত জমিগুলো দোআঁশ মাটি দিয়ে সংশ্রিণ করে গত বছর ১৫০ একর জমিতে আউশ ধান চাষ করেএবার ২৪০ একর জমিতে তিন জাতের আউশ ধান আবাদ করেছেজাতগুলো হলো- ব্রি-ধান ৪৮,৯৮ ও বিনাধান-২১এই জাতগুলো থেকে উপাদিত ধান মানসম্পন্ন ভিত্তি বীজ হিসেবে বাজারজাত করা হবে

×