
ডোমার উপজেলায় আউশ খেত
ডোমারে ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে ২৪০ একর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। এসব জমির দিকে তাকালে প্রাণ জুড়িয়ে যায়। থোকায় থোকায় ধান আর ধান। আশা করা হচ্ছে এবার বাম্পার ফলন হতে যাচ্ছে।
বৃহস্পতিবার বিএডিসি সূত্র জানায়, আগামী এক দুই সপ্তাহের মধ্যে আউশ ধান কাটাই ও মাড়াইয়ের কাজ শুরু হবে। এর আগে ওইসব জমিতে খামারটি আলু ওঠানোর পর কয়েক মাস জমিগুলো পতিত হয়ে থাকত। এতে করে মাটির উর্বর শক্তি কমে যেত। মাটির উর্বর শক্তি বাড়ানোর জন্য ধৈঞ্চা লাগানো হতো। গাছগুলো ৩/৪ ফুট লম্বা হলে চাষ দিয়ে মাটিতে পচানো হয়। পচে গেলে এটি মাটিতে জৈব সার হিসেবে কাজ করে।
এর পর কয়েকটি চাষ দিয়ে ওই জমিতে আউশ ধান রোপণ করা হয়। খামারের জমিগুলো অধিকাংশ বেলে মাটি হওয়ায় আলু উৎপাদনের পর কয়েক মাস পতিত হিসেবে পড়ে থাকত। কর্তৃপক্ষ ওই পতিত জমিগুলো দোআঁশ মাটি দিয়ে সংশ্রিণ করে গত বছর ১৫০ একর জমিতে আউশ ধান চাষ করে। এবার ২৪০ একর জমিতে তিন জাতের আউশ ধান আবাদ করেছে। জাতগুলো হলো- ব্রি-ধান ৪৮,৯৮ ও বিনাধান-২১। এই জাতগুলো থেকে উৎপাদিত ধান মানসম্পন্ন ভিত্তি বীজ হিসেবে বাজারজাত করা হবে।