ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

শেবামেকে নিরাপদ হলের দাবিতে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২১:৩৪, ১৭ আগস্ট ২০২২

শেবামেকে নিরাপদ হলের দাবিতে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও

নিরাপদ হলের দাবিতে একাডেমিক কার্যক্রম বন্ধ

নিরাপদ হলের দাবিতে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে ও অধ্যক্ষ কার্যালয় ঘেরাও করে বুধবার সকালে বিক্ষোভ করছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) শিক্ষার্থীরা

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, কলেজের ছাত্রছাত্রীদের জন্য তিনটি করে পৃথক ছয়টি হোস্টেল রয়েছেপ্রতিটি হোস্টেলের অবস্থাই জরাজীর্ণপ্রতিনিয়ত হলগুলোর ছাদের পলেস্তরা খসে পড়ছেএতে প্রায়ই শিক্ষার্থীরা আহত হচ্ছেশিক্ষার্থীরা আরও জানায়, প্রতিনিয়ত তাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়তাই নিরাপদ হল তাদের সময়ের দাবি

শিক্ষার্থী এহসান বলেন, ছেলেদের তিন ছাত্রাবাসের মধ্যে হাবিবুর রহমান ছাত্রাবাসের অবস্থা খুবই খারাপমঙ্গলবার রাতেও ওই হলের একটি রুমে ছাদের পলেস্তরা খসে পড়েছেএতে এক সহপাঠী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেনএ ব্যাপারে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিন বলেন, একনেকের সিদ্ধান্ত অনুযায়ী আটটি পুরাতন মেডিক্যাল কলেজে একটি ছেলে ও একটি মেয়েদের আবাসিক হলসহ মোট ১৬টি হল নির্মাণ করা হবেযার কাজ দ্রুতই এগোচ্ছেতিনি আরও বলেন, স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছেতিনি আপাতত হলগুলো দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছেনএ ছাড়া শিক্ষার্থীদের সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন

×