ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ

জাবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:১৭, ৭ আগস্ট ২০২২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরারবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ সংলগ্ন মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবস্থান নেয়এ সময় শিক্ষার্থীরা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেমহাসড়কে অবস্থান কর্মসূচীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘দেশে এখন উসবের মতো করে সব কিছুর দাম বাড়ানো হচ্ছেরিজার্ভের টাকা বিদেশে পাচার হচ্ছে, দেশ চালানোর জন্য নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের শোষণ করা হচ্ছেসারাবিশ্বে যেখানে জ্বালানি তেলের দাম কমেছে, সেখানে আমাদের দেশে উল্টো তেলের দাম বাড়ানো হয়েছেএসবের পক্ষে নানা খোঁড়া যুক্তিও দাঁড় করানো হচ্ছে

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক তাসবিবুল গনি নিলয় বলেন, ‘সরকারের দায়িত্ব জনগণের ভোগান্তি কমানোকিন্তু তারা মন্ত্রী-আমলাদের পকেট গরম করার দিকেই বেশি দৃষ্টি দিচ্ছেবিশ্বব্যাংক ও আইএমএফের দেয়া লোনের শর্ত পূরণ করতে তেলের দাম বাড়িয়ে দেয়া হচ্ছেহঠা এই মূল্যবৃদ্ধি পরিবহন খাত থেকে শুরু করে সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে

আদমদীঘিতে  ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, ইউরিয়া সারের পর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দিশেহারা হয়েছে ক্ষুদ্র ও বর্গাচাষীতেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে কৃষকের জমি চাষ ও সেচের খরচরবিবার বগুড়া আদমদীঘি উপজেলার কৃষিপ্রধান গ্রাম জনপদ সরেজমিনে কৃষির বিভিন্ন খাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ক্ষুদ্র ও বর্গাচাষীদের মাঝে দিশেহারা চিত্র দেখা গেছেকৃষকদের পক্ষ থেকে দ্রুত জ্বালানি তেলের দাম কমানোর জন্য  দাবি করা হয়েছে

বরিশালে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাসদের বরিশাল জেলা কমিটিরবিবার সকালে নগরীর সদর রোডে এ কর্মসূচী পালন করা হয়ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ টিপু সুলতান, অধ্যক্ষ মোতালেব হাওলাদার, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আনিসুর রহমান সবুজ, ¤্রাট মজুমদার প্রমুখসমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়একই দিন সকালে বাসদের জেলা কমিটির আয়োজনে সদর রোডে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মাগুরায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, রবিবার জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা গণকমিটিশহরের চৌরঙ্গীমোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়এতে জেলা গণকমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেনএদিকে  জেলা জাতীয়তাবাদী কৃষক দল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভোলায় স্বেচ্ছাসেবক দলনেতা রহিম ও ছাত্রদল নেতা নূরে আলমের হত্যাকা-ের প্রতিবাদে ইসলামপুর পাড়া বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

×