ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পাথরঘাটায় হরিণের চামড়া-মাংসসহ ফাঁদ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৫, ১৯ জুন ২০২১

পাথরঘাটায় হরিণের চামড়া-মাংসসহ ফাঁদ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পাথরঘাটা ॥ বরগুনার পাথরঘাটায় ১ টি হরিণের চামড়া ও ২৪ কেজি মাংস সহ হরিন শিকার করার ফাঁদ উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা। শুক্রবার রাত এগারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। দক্ষিণ স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণঘাটা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি হরিণের চামড়া, ২৪ কেজি হরিণের মাংসসহ ১৫০ মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের চামড়া, মাংস ও হরিণ ধরার ফাঁদ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
×