ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ১৮:২৩, ২৩ জুন ২০২০

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়া এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফায়েত মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। সাফায়েত কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। জানা গেছে, একটি সিমেন্ট কোম্পানির কর্মচারী সাফায়েত নিজ মোটরসাইকেলে চড়ে পাশ^বর্তী ঈশ^রগঞ্জ উপজেলার আঠারবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি কেন্দুয়া উপজেলার চকপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরো পড়ুন  

×