
নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি’র পশ্চিম চাম্বল মুন্সীখীল গ্রামে চাঁদার দাবীতে মৎস্য ব্যবসায়ীর সহোদরের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত ওই সহোদরদের বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সংঘটিত হামলার ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের কর্তব্যরত কর্মকর্তা।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাম্বল ইউপি’র পশ্চিম চাম্বল মুন্সীখীল গ্রামের নুরুল হুদা চৌধুরীর পুত্র মাহামুদুল ইসলাম চৌধুরী (৩২) ও শহিদুল ইসলাম চৌধুরী (২৮) বলকনি বাপের এলাকায় মৎস্য প্রজেক্ট করার মাধ্যমে মাছ চাষ করে থাকেন। একই এলাকার জাফর উল্লাহ, মোঃ ওসমান ও মোঃ ইসহাক দীর্ঘদিন থেকে এই দুই ভাইয়ের কাছ থেকে প্রজেক্ট করতে হলে মোটা অংকের চাঁদা দিতে হবে বলে দাবী করে আসছিল।
এদিকে চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে মৎস্য ব্যবসায়ী দুই ভাইয়ের ওপর প্রজেক্টে যাওয়ার পথে সোমবার সকালে অতর্কিত স্বশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তের দল। হামলার শিকার দুই ভাইয়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তের দল পালিয়ে যায়। পরে আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে ভর্তি করেন স্থানীয় এলাকাবাসী।