নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দূর্গা পূজা উৎযাপন করতে যাচ্ছে ত্রিনয়ণী শিববাড়ী পূজা উদযাপন পরিষদ।
এবছর দূর্গাপূজা উপলক্ষে তাদের উদ্যোগে ১ হাজার হাত বিশিষ্ট দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিমাটি উচ্চতায় প্রায় ৩৫ ফুট এবং প্রস্থ প্রায় ৩০ ফুট। এছাড়া সত্যযুগ ও ক্রেতাযুগের কাহিনী অবলম্বনে প্রায় ১শত দেব-দেবীর পূজার আয়োজন করা হয়েছে।
ব্যতিক্রমী ১ হাজার হাত বিশিষ্ট দুর্গা প্রতিমা দেখার জন্য প্রতিদিন মৌলভীবাজার পৌর শহরের সৈয়ারপুর এলাকার ত্রিনয়ণী শিববাড়ী পূজা মন্ডপে ভিড় জমাচ্ছেন। চমক সৃষ্টিকারী এই প্রতিমার শিল্পী প্রসেনজিৎ পাল কাংগো।
তিনি বলেন ১ হাজার হাত বিশিষ্ট প্রতিমা আসন্ন দুর্গাপূজায় শহরের সৈয়ারপুর এলাকার ত্রিনয়ণী শিব বাড়ীর পূজা মন্ডপে শোভা পাবে। আয়োজকরা প্রত্যাশা করছেন তাদের প্রতিমা দর্শন করতে প্রচুর জনসমাগম ঘটবে। আয়োজকদের দাবী, তাদের তৈরীকৃত ১ হাজার হাত বিশিষ্ট প্রতিমা মূর্তিটি সিলেট বিভাগের মধ্যেই এটাই প্রথম।