ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

প্রকাশিত: ২৩:৫৬, ৩০ জুন ২০১৭

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে শুক্রবার ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা আদিবাসি পরিষদ ও প্রেমদীপের যৌথ উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় ।র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আদিবাসি পরিষদের সভাপতি সূর্য মুর্মু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, এ্যাড এমরান হাসান, মনসুর আলী, শাহিম হোসেন, সাজু আসকো, মোরসেদুল মহিন, জিশুরাম মূর্ম, আকোব আলকো প্রমূখ। এসময় সংগঠনের নেতাকর্মী ছাড়াও অন্যান্য পেশাজীবীগন উপস্থিত ছিলেন।
×