ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

মেহেরপুরের গাংনীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২০:৫৩, ২৫ মে ২০১৭

মেহেরপুরের গাংনীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ষোলটাকা ইউনিয়নের তিন নং ওয়ার্ড সদস্য কামাল হোসেনকে (৩৮) রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় কামাল হোসেনের ভাই কফিল উদ্দীন (৪২) মারাত্বকভাবে আহত হয়েছেন। আহত কফিল উদ্দীনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও ঐ গ্রামের মৃত আব্দুস সাত্তার জোয়ার্দ্দারের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় কাঠা অর্পিত সম্পত্তি নিয়ে কামাল হোসেনের বড় ভাই আব্দুল হান্নানের জামাতা একই গ্রামের শুকুর আলীর ছেলে শরিফুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল ইউপি সদস্য কামাল হোসেনের। সকালে জমি নিয়ে দু-পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে গাংনী থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য কামাল হোসেনের উপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এসময় তার ভাই কফিল উদ্দীন ঠেকাতে গেলে তার হাতেও রামদা দিয়ে কোঁপ মারে মারাত্মকভঅবে আহত করা হয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। কামাল হোসেন ষোলটাকা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সজিব উদ্দীন স্বাধীন জানান, কামাল হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাংনী থানার এস.আই সুবাস চন্দ্র দাম বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের আটকে পুলিশের অভিযান শুরু হয়েছে।

শীর্ষ সংবাদ:

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তির ষড়যন্ত্র হয়েছে: তথ্যমন্ত্রী
জামিন নাকোচ, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ধামরাইয়ে অফিসে আটকে রেখে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা