ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে ফরম বিতরণ শুরু

প্রকাশিত: ২২:১৪, ৩ আগস্ট ২০১৬

রাজশাহীতে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে ফরম বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নিবন্ধন ফরম বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফরম বিতরনের সূচনা করেন। বেলা সোয়া ১১টার দিকে নগরীর উপশহর এলাকায় উপস্থিত থেকে এ নিবন্ধন ফরম বিতরণ করেন কমিশনার। তিনি উপশহর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটিয়া নিবন্ধন ফরম ও মেস সদস্য নিবন্ধন ফরম বিতরণ করেন। নিবন্ধণ ফরম বিতরণ শেষে তিনি বলেন, নগরীর প্রত্যেকটি নাগরিককে নিরাপত্তা দেয়ার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে নগরবাসী নির্বিঘেœ থাকতে পারে। এ কাজে তিনি নগরবাসীর সহায়তাও চেয়েছেন। এসময় কমিশনার বলেন, নগরীর প্রত্যেকটি থানাকে ৮/৯টি ভাগে ভাগ করে প্রত্যেক বিটের দায়িত্বে রয়েছেন একজন এসআই। বিট অফিসারদের কাজে সহযোগীতা করবে একজন এএসআই ও এসআই। বিট অফিসারদের নির্ধারিত সরকারি মোবাইল সিম দেয়া হবে। যাতে অফিসার পরিবর্তন হলেও নাগরিকরা সেবা পায়। এ সময় অন্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, ডিসি (পশ্চিম) নাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইবনে মিজান, নগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম ও বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার গোলাম সাকলায়েন উপস্থিত ছিলেন।
×