ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় নতুন নতুন এলাকা বন্যা কবলিত

প্রকাশিত: ২২:২০, ২৪ জুলাই ২০১৬

গাইবান্ধায় নতুন নতুন এলাকা বন্যা কবলিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধা জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র-যমুনা, করতোয়, ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় ঘাঘট নদীর পানি ২৩ সে.মি., ব্রহ্মপুত্র ১৮ সে.মি. ও করতোয়া ১২ সে.মি. বৃদ্ধি পেয়েছে। তবে সবকটি নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তা নদীর পানি ৪ সে.মি. কমছে বলে পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে। পানি বৃদ্ধির সাথে সাথে বন্যা কবলিত এলাকাগুলোতে নদী ভাঙ্গনের তীব্রতাও বেড়েছে। পানি তোড় ও বৃষ্টির ফলে জেলার ১০টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকীর মধ্যে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার সরকার জানান, তিস্তা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বিপদসীমা ছুই ছুই করছে, পানি বৃদ্ধির গতি অব্যাহত থাকলে পরবর্তী ১২ ঘন্টার মধ্যে ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা ও নদীভাঙ্গণ কবলিতদের মাঝে ৫০ মে. টন চাল, নগদ ৪ লাখ টাকাসহ ৪ লাখ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
×