ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রুহানীর উপস্থাপনায় ‘রূপ লাবণ্য’

প্রকাশিত: ১৩:১২, ১৭ অক্টোবর ২০১৯

রুহানীর উপস্থাপনায় ‘রূপ লাবণ্য’

সংস্কৃতি ডেস্ক ॥ রূপ সচেতনতার বিষয়টি মাথায় রেখেই একুশে টেলিভিশন দর্শকদের জন্য আনছে নতুন অনুষ্ঠান ‘রূপ লাবণ্য’। রুহানী সালসাবিলের উপস্থাপনা এবং বাবুল আক্তারের প্রযোজনায় প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় ‘রূপ লাবণ্য’ অনুষ্ঠানটি প্রচার হবে । অনুষ্ঠানের প্রতি পর্বেই একজন অতিথি দর্শকদের জন্য ফ্যাশন ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন টিপস দেবেন। নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে কে না চায়? আমাদের প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে পারে না অনেকে। আবার রাখার চেষ্টাও করেন কিন্তু জানেন না কিভাবে নিজের যতœ নিতে হবে কিভাবে নিজেকে উপস্থাপন করলে আরও সুন্দর লাগবে। যারা জানেন না বা নিজের যতœ নেয়ার সময় পান না তাদের জন্য এ বিশেষ আয়োজনের অনুষ্ঠান ‘রূপ লাবণ্য’।
×