ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

চকরিয়ায় হাজার বস্তা ভেজাল ধান বীজ জব্দ

প্রকাশিত: ২০:৪৫, ১৪ ডিসেম্বর ২০১৫

চকরিয়ায় হাজার বস্তা ভেজাল ধান বীজ জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় অভিনব পন্থায় প্যাকেট ভর্তি কালে নকল বীজ কারখানার সন্ধান পাওয়াসহ ১হাজার বস্তা ভেজাল ধান বীজ জব্দ করেছে পুলিশ। কৃষি বিভাগের কর্মকর্তারা পুলিশের সহায়তায় হারবাং করমমুহুরী পাড়া গ্রামে রবিবার রাতে এ অভিযান চালায়। কৃষি কর্মকর্তারা জানান, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনের অগোচরে এসব ভেজাল প্যাকেটজাত ধান বীজ বিক্রি করে আসছিল চকরিয়া পৌরশহরের সোসাইটি মসজিদ মার্কেটের জননী এন্টারপ্রাইজ নামের বীজ দোকান মালিক জিয়াউদ্দিন।
×