ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রাজবাড়ীতে কলেজ ছাত্র বিপুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০১:২১, ২৬ অক্টোবর ২০১৫

রাজবাড়ীতে কলেজ ছাত্র বিপুল হত্যার  বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা,রাজবাড়ী॥ রাজবাড়ীতে কলেজছাত্র বিপুল হাওলাদার হত্যার বিচার দাবিতে সোমবার সকালে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।সকাল ১০টায় শহরের সজ্জনকান্দা গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এসে সমবেত হয়। এখানে ঘণ্টা কাল ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা অবিলম্বে বিপুলের খুনীদের গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য গত ২৩ অক্টোবর রাতে রাজবাড়ী সরকারী কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র শহরের সজ্জনকান্দা এলাকায় তার নিজ বাড়ীর সামন ৫/৬ জনের একদল সন্ত্রসী তাকে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করে।
×