ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নৈপুণ্য

প্রকাশিত: ০৫:৪৩, ১ সেপ্টেম্বর ২০১৫

নৈপুণ্য

মাকড়সা একটি ছোট্ট অমেরুদ- প্রাণী। ক্ষুদ্র পোকা-মাকড় খেয়ে বাঁচে। তবে এটির শিকার ধরার পদ্ধতি একটু আলাদা ধাঁচের, প্রথমে গাছ, ঘরসহ অন্যান্য জায়গায় সুনিপুণ শৈলীতে তৈরি করে একটি জাল, তারপর কোন শিকার এটিতে আটকা পড়লে রজকীয় কায়দায় আহার সারে মাকড়সা। পরে অবশ্য নিজের তৈরি জালেই মারা যায় এটি। ঢাকা বোটানিক্যাল গার্ডেন থেকে সম্প্রতি ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×