ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

২৭ বছর পর ট্রফি, ইতিহাস গড়লেন বাভুমা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ১৫ জুন ২০২৫

২৭ বছর পর ট্রফি, ইতিহাস গড়লেন বাভুমা!

ছবি: জনকণ্ঠ

অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শুধু অধিনায়কত্ব নয়, ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও যে জয়সূচক ইনিংস খেলেছেন বাভুমা, তা সত্যিই প্রশংসনীয়।

এই ঐতিহাসিক জয়ের সঙ্গে বাভুমা গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হওয়ার পর থেকে ১০টি টেস্টে অপরাজিত থেকে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাঁর নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।

২৭ বছর পর আইসিসি ট্রফি জিতে দক্ষিণ আফ্রিকাকে লর্ডসের ঐতিহাসিক মঞ্চে শিরোপা এনে দিয়েছেন বাভুমা। এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকার গায়ে দীর্ঘদিন ধরে লেগে থাকা ‘চোকার্স’ ট্যাগ মুছে ফেলেছেন তিনি। এই সাফল্যে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন অধিনায়ক বলেন, "দক্ষিণ আফ্রিকা এই ট্রফির যোগ্য দাবিদার। টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দারুণ খবর।"

তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক মার্করামের ব্যাটিং ছিল টেস্ট ইতিহাসের অন্যতম সেরা। চতুর্থ ইনিংসে এমন ব্যাটিং সহজ নয়। চাপ সামলে অসাধারণ ব্যাটিং করেছে।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা বারবার ট্রোলের শিকার হয়েছেন। শনিবার তিনি ট্রোলারদের জবাব দিয়েছেন মাঠে পারফরম্যান্স দিয়ে। সৌরভ বলেন, "কে ট্রোল করল তাতে কিছু যায় আসে না। যাদের কাজ নেই তারাই ট্রোল করে। আমি ওকে নিয়ে গর্বিত। দক্ষিণ আফ্রিকাকে নিয়েও গর্বিত। আমরা নতুন এক চ্যাম্পিয়ন পেলাম। এটি বিশ্ব ক্রিকেটের জন্য দারুণ একটি প্রতিচ্ছবি। শক্তিশালী দল থাকা ক্রিকেটের জন্য ভাল।"

অস্ট্রেলিয়ার পরাজয়ের বিষয়ে সৌরভ বলেন, "অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাটিং করতে পারেনি। এটাই তাদের পিছিয়ে দেয়। তবে এতগুলো ফাইনালে উঠলে এক–আধটায় হারতেই পারে। প্রত্যেকবার জিতবে, তা তো সম্ভব নয়।"

শহীদ

×