
ছবি: সংগৃহীত
আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের জাতীয় ক্রিকেট দলের। নির্ধারিত রয়েছে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে একটি সাদা বলের সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে সিরিজের সময়সূচি ঘোষণা করেছে। কিন্তু দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এই সিরিজ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটেছে একাধিকবার, যার ফলে যেকোনো মুহূর্তে পরিস্থিতি যুদ্ধাবস্থায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন উত্তেজনার আবহে প্রতিবেশী বাংলাদেশকেও সম্পৃক্ত করা হচ্ছে। কূটনৈতিকভাবে কিছু ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কেও টানাপড়েন তৈরি হয়েছে, যা ভারতের বাংলাদেশ সফরকে প্রশ্নের মুখে ফেলেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের দিক বিবেচনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখনো চূড়ান্তভাবে সফর বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও সংশ্লিষ্ট মহল থেকে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক উত্তেজনা শুধু সীমান্তে নয়, এর প্রভাব দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেটে পড়ছে। বাংলাদেশ সফর স্থগিত বা বাতিল হলে তা শুধু ক্রিকেট নয়, দুই দেশের ক্রীড়া সম্পর্কেও নেতিবাচক বার্তা বহন করবে।
এখন সকলের চোখ বিসিসিআই এবং বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার দিকে। তারা কীভাবে এই জটিল পরিস্থিতি সামাল দেয়, সেটিই নির্ধারণ করবে সিরিজের ভবিষ্যৎ।
ফারুক