ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

২০২৬ বিশ্বকাপ খেলতে মরিয়া নেইমার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:০০, ৯ জানুয়ারি ২০২৫

২০২৬ বিশ্বকাপ খেলতে মরিয়া নেইমার

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে এক সময় এভাবেই মাঠ মাতিয়েছেন সুয়ারেজ, নেইমার ও মেসি

মহানায়ক হওয়ার মঞ্চটা নেইমারের জন্য প্রস্তুতই ছিল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ডেডলক ভাঙেন ব্রাজিলিয়ান সুপারস্টারই। এরপর পথ হারায় সেলেসাওরা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে আশাভঙ্গের বেদনায় পুড়ে মাঠ ছাড়ে ব্রাজিল। শূট আউটে কিক না নিতে পারা ট্র্যাজিক হিরো নেইমার কান্নায় ভেঙে পড়েন।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবলই ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন ভাঙা মন নিয়ে। তবে পিএসজির সাবেক এই ব্রাজিলিয়ান সুপারস্টার ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার আশাবাদ ব্যক্ত করেছেন। এ সম্পর্কে সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি অবশ্যই চেষ্টা করব। আমি সেখানে যেতে চাই। আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ শট, শেষ সুযোগ। তাই এখানে খেলার জন্য আমি সবকিছুই করতে প্রস্তুত আছি।’
বয়সে বত্রিশকেও ছাড়িয়ে গেছেন নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টারের সঙ্গে সৌদি পেশাদার ক্লাব আল হিলালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে। তবে সৌদি লিগে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরির কারণে বারবার অনুপস্থিত থাকায় নেইমারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে। মধ্যপ্রাচ্যের এই ক্লাবে নতুন করে ঠিকানা গড়ার পরপরই আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সময়ই গুরুতর এসিএল ইনজুরিতে পড়েন নেইমার।

এরপর ফিটনেস ফিরে পাওয়ার একেবারে শেষ মুহূর্তে আবারও হালকা ইনজুরিতে পড়েন। যে কারণে আল হিলালের জার্সিতে নিজেকে প্রমাণ করার সুযোগই পাননি তিনি। ফলশ্রুতিতে সৌদি লিগ ছেড়ে বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে আবারও একত্রিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেইসঙ্গে নেইমার জানালেন, ‘ফুটবল সবসময়ই বিস্ময়ে ভরা।’

নেইমার বলেন, ‘অবশ্যই আবারও মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলতে পারার বিষয়টা দুর্দান্ত। তারা আমার খুব ভালো বন্ধু। আমরা সবসময় একে অপরের সঙ্গে কথা বলে থাকি। আবারও এই তিনজন এক দলে খেলাটা অনেকের জন্যই আগ্রহের বিষয় হবে। সৌদি আরবের আল হিলালে আমি বেশ স্বস্তিতে রয়েছি। কিন্তু কে জানে ভবিষ্যতে কি হবে, ফুটবল বিস্ময়ে ভরা।’
২০২৩ সালের ডিসেম্বরে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন লিওনেল মেসি। পরে এই ক্লাবে এলএম টেনের সঙ্গী হন তার সাবেক ক্লাব সতর্থি লুইস সুয়ারেজও। তারা দুজন মিলেই ২০২৪ সালে মিয়ামিকে এমএলস সাপোর্টাস শিল্ড উপহার দেন ক্লাবটিকে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক এই দলটির হয়ে মেসি-সুয়ারেজ মিলে একের পর এক নতুন রেকর্ডও গড়েন। বার্সেলোনার জার্সিতে চারটি মৌসুম কাটিয়েছিলেন নেইমার।

×