ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ইতিহাসের পাতায় পাকিস্তানের নাদিম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২৭, ১০ আগস্ট ২০২৪

ইতিহাসের পাতায় পাকিস্তানের নাদিম

.

অবশেষে অলিম্পিক স্বর্ণের দেখা পেল পাকিস্তান। প্যারিস অলিম্পিকের পুরুষ বিভাগে জ্যাভলিন থ্রো (বর্শা নিক্ষেপ) থেকে পাকিস্তানকে স্বর্ণপদক উপহার দিলেন আরশাদ নাদিম। সেইসঙ্গে দীর্ঘ ৪০ বছর পর অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বাদ পেল তারা। এর আগে ১৯৮৪ সালের অলিম্পিকে পাকিস্তানের পুরুষ হকি দল স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছিল।

শুধু তাই নয়? ৩২ বছর পর পাকিস্তানের হয়ে কোনো অ্যাথলেট অলিম্পিকে পদকও জিতল। ১৯৯২ সালে বার্সিলোনায় অনুষ্ঠিত অলিম্পিকে সর্বশেষ পদক জিতেছিল পাকিস্তান। জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনাল থ্রোতে ভারতের নীরাজ চোপড়াকে পেছনে ফেলে স্বর্ণপদক জিতলেন আরশাদ নাদিম। রেকর্ড ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে স্বর্ণজয়ের নজির গড়েন তিনি। স্বর্ণ জিতে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েন নাদিম। ২০০৮ সালে বেজিং আসরে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটার দূরত্বের রেকর্ড ভাঙেন তিনি। ফাইনাল থ্রোতে ৮৯.৪৫ মিটার দূরত্বে ছুড়ে রৌপ্য পদক জিতেছেন নীরাজ চোপড়া। তিন বছর আগে টোকিও অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণপদক জিতে নতুন ইতিহাস গড়েছিলেন ভারতের এই তারকা। এবার আর নিজের স্বর্ণের পদক ধরে রাখতে পারলেন না নীরাজ। এছাড়া ৮৮.৫৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার। দেশকে স্বর্ণ উপহার দেওয়ার পর থেকেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন আরশাদ নাদিম। অথচ একটা সময় ক্রিকেট বেশ ভালো খেলতেন। কিন্তু জ্যাভেলিনে মজে ক্রিকেটে আর এগোননি।

যেটিকে জীবনের সেরা সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। যদিওবা, কয়েক বছরের পুরনো নিজের জ্যাভেলিন বা বর্শাটা কয়েক মাস আগেও বদলানোর মতো অবস্থা ছিল না নাদিমের। তখনই এগিয়ে আসে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস। প্যারিস অলিম্পিকে নাদিমের পৃষ্ঠপোষক হওয়ার ঘোষণা দেয় তারা। রেকর্ড গড়া থ্রো নিয়ে নাদিম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘যখনই জ্যাভেলিনটা ছুড়লাম, হাত থেকে বেরোনোর ওই অনুভূতিটা হয়েছে। মনে হয়েছে অলিম্পিক রেকর্ড হতে পারে।’

×