
জয়ে উৎফুল্ল পোলিশ টেনিস তারকা ইগা সুইয়াটেক
তারকাদের মেলা বসেছে চায়না ওপেনে। বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ সারির প্রায় সকলেই খেলছেন এই টুর্নামেন্টে। প্রথমবারের মতো চায়না ওপেনে খেলছেন ইগা সুইয়াটেক। দাপুটে জয় দিয়েই মিশন শুরু করলেন বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। সোমবার দুই নম্বরে থাকা সুইয়াটেক ৬-৪ এবং ৬-৩ গেমে উড়িয়ে দেন সারা সোরিবেস টোর্মোকে।
সরাসরি সেটে জিতে চায়না ওপেনের যাত্রা করেন বর্তমান বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় এরিনা সাবালেঙ্কাও। প্রথম রাউন্ডের ম্যাচে বেলারুশ সুন্দরী ৬-১ এবং ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন আমেরিকান তারকা সোফিয়া কেনিনকে। তবে অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়ন কেনিন বিদায় নিলেও জয় তুলে নিয়েছেন তারই স্বদেশী কোকো গফ। ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এদিন ৭-৫ এবং ৬-৩ ব্যবধানে হারান একাটেরিনা আলেক্সান্দ্রোভাকে। দিনের অন্যান্য ম্যাচে উনস জেবিয়ার ৬-৩ এবং ৬-৪ গেমে হারান যুক্তরাষ্ট্রের অ্যাশলিন ক্রুগারকে, ফরাসি তারকা ক্যারোলিন গার্সিয়া ৬-২ এবং ৬-৪ ব্যবধানে জয় তুলে নেন ক্যাটেরিনা বাইন্ডলের বিপক্ষে।
তবে ফেভারিটদের জয়ের দিনে ছিটকে গেছেন পেত্রা কেভিতোভা। সোমবার লুডমিলা সামসোনোভার কাছে ৬-৪ এবং ৭-৫ ব্যবধানে হেরে চায়না ওপেন থেকে বিদায় নেন দুইবারের উইম্বলডনজয়ী চেক প্রজাতন্ত্রের এই তারকা খেলোয়াড়। ইগা সুইয়াটেকের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। ইউএস ওপেনের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর টোকিও ওপেনের কোয়ার্টার ফাইনালেই জয়রথ থেমে গিয়েছিল তার। তাই চীনের অভিষেক পর্বের আগে নিজেকে দারুণভাবে প্রস্তুত করে নিয়েছিলেন তিনি। জয় দিয়ে মিশন শুরুর পর অবশ্য দারুণ খুশি পোলিশ তরুণী। সুইয়াটেক বলেন, ‘নিশ্চিতভাবেই আজ আমি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সাবলীল ছিলাম।