
.
দলে আসা নতুন ফুটবলার গঞ্জালো রামোসের জোড়া গোলে ভর করে ফরাসি লিগ ওয়ানে সফরকারী মার্শেইকে ৪-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। রবিবার রাতে বড় জয়ের পরও অস্বস্তি পোহাতে হয়েছে প্যারিসের পরাশক্তিদের। কেননা ম্যাচের ৩২ মিনিটে গোঁড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে। তার বদলি হিসেবে নেমেই নায়ক বনে যান রামোস।
ম্যাচ শেষে অবশ্য এমবাপের ইনজুরির গুরুতর নয় জানিয়ে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, আমার কাছে মনে হচ্ছে এটা সাধারণ ইনজুরি। প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে তিনি খেলতে চেয়েছিলেন। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। আমার মনে হয়না বিষয়টি ততটা গুরুতর। আশা করছি দ্রুতই সে মাঠে ফিরতে পারবে। কিন্তু শতভাগ ফিট না থাকলে আমরা কোনো ঝুঁকি নেব না।