
নারী বিভাগের চ্যাম্পিয়ন এসএইচএ একাডেমি
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু সচেতনতামুলক র্যালি ও ফোর সাইড স্যান্ড রাগবি প্রতিযোগিতা আজ শনিবার ঢাকার পল্টন ময়দান মাঠে উভয় বিভাগের ৪টি দল নিয়ে লিগ পদ্বতিতে অনুষ্ঠিত হয় এবং এর আগে সকাল ৮টায় একটি র্যালি বের হয়।
ফাইনালে পুরুষ বিভাগে এসএইচএ একাডেমি ৫-০ পয়েন্টে এসআর রাগবি ক্লাবকে এবং নারী বিভাগে এসএইচএ একাডেমি ৫-০ পয়েন্টে ফ্লেইম গার্লস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এই রাগবি প্রতিযোগিতা উদ্বোধন করেন ফেডারেশনের সিনিয়র কার্যনির্বাহী সদস্য তারেক ইকবাল খান মজলিস এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক, ডাঃ রেহান উদ্দিন খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কোষাধক্ষ্য মতিউর রহমান,কার্যনির্বাহী সদস্য তারেক ইকবাল খান মজলিস, সিরাজুল ইসলাম ও প্রতিযোগিতা সম্পাদক সোরওয়ার রকিব প্রমুখ।
স্যান্ড রাগবি প্রতিযোগিতার সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
রুমেল খান