ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

আমতলীর মেয়েরা সেরা, ছেলেরা রানার্সআপ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা

প্রকাশিত: ০০:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৩

আমতলীর মেয়েরা সেরা, ছেলেরা রানার্সআপ

বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম পুরস্কার বিতরণ করছেন

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্টে আমতলী উপজেলার মেয়ে দল চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছেলে দল রানার্সআপ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেলা স্টুডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এই সাফল্যে উপজেলার মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। 
গত জুন মাসে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। আমতলী উপজেলার মধ্য শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে উপজেলায় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে উপজেলার আমতলী একে হাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে দল বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। দুই দল বরগুনা জেলা ছয়টি উপজেলার দলের সঙ্গে অংশ নিয়ে জেলা পর্যায়ে ফাইনালে উঠে। শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল পাথরঘাটা উপজেলার শেখ ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের সঙ্গে ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে পাথরঘাটা দলকে ৪-২ গোলে হারিয়ে আমতলী উপজেলার মেয়ে দল চ্যাম্পিয়ন হয়।

আমতলী পক্ষে গোল করে জান্নাতি, শারমিন, জান্নাতুল ও মারিয়া। অপর দিকে একই দিনে আমতলী একে হাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে দল ও বরগুনা সদর উপজেলার হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেলে দলের ফাইনাল নির্ধারিত সময়ে  ১-১ গোলে শেষ হয়। ট্রাইবেকারে ৩-০ গোলে আমতলীর  ছেলে দলকে হারিয়ে বরগুনা সদর উপজেলার হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আমতলীর পক্ষে রাব্বি ৩ গোল করে। দলকে বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও আমতলী উপজেলা শিক্ষা অফিসার মো. সফিকুল আলম প্রমুখ।

×