
টরন্টোর গোলরক্ষক টমাস রোমেরোকে ডজ দিয়ে গোলের চেষ্টা করছেন ইন্টার মিয়ামির লিওনেল মেসি
মার্কিন মেজর সকার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার সকালে ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত ম্যাচে টরেন্টো এফসিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে প্লেঅফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে মিয়ামি। তবে ম্যাচের প্রথমার্ধে দলের সেরা তারকা লিওনেল মেসি চোটের কারণে মাঠ ছাড়ায় কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে ক্লাবটির।
ম্যাচের ৩৮ মিনিটে ইনজুরিতে পড়ে মেসি মাঠ ছাড়েন। মেসির সাবেক বার্সিলোনা সতীর্থ জর্ডি আলবাও ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন। যে কারণে মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো নিশ্চিত করেছেন ওরলান্ডো সিটির বিরুদ্ধে ফ্লোরিডা ডার্বিতে এ দুজনের কেউই থাকছেন না। এমনকি আগামী সপ্তাহে ইউএস ওপেন কাপ ফাইনালেও তাদের খেলা নিয়ে শঙ্কা আছে। দলের সেরা দুই তারকাকে ছাড়াই অবশ্য মিয়ামি ইস্টার্ন কনফারেন্স লিগের তলানির দলটির বিরুদ্ধে সহজ জয় পেয়েছে। মেসির বদলি হিসেবে মাঠে নামা রবার্ট টেইলর করেন জোড়া গোল। প্রথমার্ধের ইনজুরি সময়ে নোহা অ্যালেনের ক্রসে ফাকুন্ডো ফারিয়াসের শক্তিশালী ভলি আটকানোর সাধ্য ছিল না টরেন্টো গোলরক্ষক টমাস রোমেরোর।
বিরতির পর ৫৪ মিনিটে একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন টেইলর। ৭৩ মিনিটে মিয়ামির তৃতীয় গোলের যোগানদাতা ছিলেন টেইলর। তার বাড়ানো বল রোমেরোর পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান আরেক বদলি খেলোয়াড় বেঞ্জামিন ক্রেমাশি। ৮৭ মিনিটে ফারিয়াসের পাস থেকে পোস্টে খুব কাছে থেকে নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোল করেন ফিনল্যান্ডের মিডফিল্ডার টেইলর। ম্যাচ শেষে মিয়ামি কোচ মার্টিনো মেসি ও আলবার চোট নিয়ে বলেন, আমাদের ম্যাচ বাই ম্যাচ এগুতে হবে। চিকিৎসকের রিপোর্ট দেখার পর পুরো বিষয়টি জানা যাবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যদিও রবিবার তাদের খেলার কোনো সম্ভাবনা নেই। পুরো ক্যারিয়ারে তারা যে ধরনের ইনজুরির মোকাবিলা করেছেন তার চেয়ে নতুন কিংবা বড় কোনো কিছু বলে আমার মনে হচ্ছে না।
এটা শুধুমাত্র ক্লান্তি থেকে এসেছে। আমার মনে হয় না এখানে কোনো ধরনের পেশির ইনজুরি আছে। তাদের ওপর প্রচ- চাপ আছে। এরপরও শুধুমাত্র ফিট থাকলেই তাদের খেলানো হবে। দুজনের সাথে আলোচনা করেই সব ঠিক করা হবে।
ইস্টার্ন কনফারেন্স লিগে মিয়ামি বর্তমানে টেবিলের ১৩তম স্থানে আছে। সরাসরি প্লে অফে খেলার সবশেষ পজিশন নবম স্থানে থাকা ডিসি ইউনাইটেডের থেকে মিয়ামির পয়েন্টের ব্যবধানে পাঁচ। হাতে আছে আর মাত্র দুটি ম্যাচ। ডিসি ইউনাইটেড আটালান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। এ ছাড়া দিনের অন্য ম্যাচগুলোর ফলাফলও মিয়ামির পক্ষেই এসেছে। মিয়ামির থেকে মাত্র দুই পয়েন্ট এগিয়ে থাকা শার্লট দুই গোলে এগিয়ে থেকে ফিলাডেলফিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। অতিরিক্ত সময়ে তারা পেনাল্টি থেকে গোল হজম করেছে। এই ড্রয়ে ফিলাডেলফিয়ার প্লেঅফে খেলা নিশ্চিত হয়েছে। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ওরলান্ডো সিটিকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে প্লেঅফে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে দশম স্থানে থাকা নিউইয়র্ক সিটি।