ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জাপানে রাগবি খেলবে বাংলাদেশের দুই স্কুল দল

প্রকাশিত: ২০:১০, ৫ সেপ্টেম্বর ২০২৩

জাপানে রাগবি খেলবে বাংলাদেশের দুই স্কুল দল

জাপানে রাগবি খেলতে যাবে  সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস হাই স্কুল দল

জাপান রাগবি ফুটবল ইউনিয়নের আমন্ত্রণে ও কাইয়াসু ও ফুকুওকা রাগবি ফুটবল ইউনিয়ন কর্তৃক আয়োজিত এশিয়ান রাগবি এক্সচেঞ্জ ফেস্ট অনুর্ধ-১৪ (বালক ও বালিকা) জাপানের ফুকুওকায় অনুষ্ঠিত হবে (৮-১১ সেপ্টেম্বর)। এই আসরে বাংলাদেশ থেকে ২টি স্কুল অংশ নেবে। স্কুলগুলো হলো: বালক বিভাগে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এবং বালিকা বিভাগে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস হাই স্কুল।

বালক দল কাল বুধবার এবং বালিকা দল পরশু বৃহস্পতিবার বিমানযোগে জাপান রওনা হবে। 
ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক মৌসুম আলী অংশগ্রহণকারী স্কুল দু’টিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এই প্রতিযোগিতায় টিম লিডার হিসেবে থাকবেন ফেডারেশনের যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ।
 

 

রুমেল খান

×