
ব্যাট করছেন মিরাজ ও শান্ত।
এশিয়া কাপের বাঁচা মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দলে না থাকায় আজ ওপেনিংয়ে নেমেছে মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান মিরাজ।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছে। ৭৪ রান নিয়ে মিরাজ ও ৪৭ রান নিয়ে শান্ত ক্রিজে ব্যাট করছেন।
আরও পড়ুন :পুরুষরা আমাকে ছোঁবেন না : রাখি
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক সাকিব আল হাসান। শুরু থেকে দারুন ব্যাট করতে থাকে দুই ওপেনার। দলীয় ৬০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। নাঈম ব্যক্তিগত ২৮ রান করে আউট হলে হৃদয় এসে সঙ্গ দিতে পারেননি মিরাজকে।
এরপর শান্ত আসলে দারুন আরেকটি জুটি গড়েন মিরাজ। জবাবে করে ফেলেন ফিফটি। দুজনেই খেলতে থাকেন হাত খুলে।
এমম হাসান