
রাখি সাওয়ান্ত
মক্কা গিয়ে ভিডিও করেছিলেন রাখি। ইনস্টাগ্রামে সেই ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন অভিনেত্রী। কাঁদতে কাঁদতে বলছিলেন, আদিলই তার জীবন নষ্ট করেছেন। ‘পুরো রমজান মাসের বিষয়ে সতর্ক থাকব। এ সময়ে জিমে যাব না। সারাদিন না খেয়ে থাকতে হবে। পুরো রমজানে নামাজ পড়ব।’
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছিলেন রাখি সাওয়ান্ত।
আরও পড়ুন :সত্যিই মারা গেলেন হিথ স্ট্রিক
আরও জানিয়েছিলেন, ওমরাহ করতে সৌদি আরবে যেতে চান তিনি। সম্প্রতি ইচ্ছা পূরণ করেছেন অভিনেত্রী। ওমরাহ করে ফিরেছেন। ফিরেই জানিয়েছেন, তিনি পবিত্র, পুরুষরা তাকে ছুঁতে পারবে না।
লাল বোরখা আর হিজাবে শরীর ঢেকে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাখি। সেখানে পুরস্কৃত হন তিনি। তবে ইভেন্ট থেকে ফেরার পথে হঠাৎ করেই মেজাজ হারান এই তারকা। সাংবাদিকরা ছেঁকে ধরেছিলেন রাখিকে, সঙ্গে ফ্যানেদের সেলফি তোলার হিড়িক। এতেই চটে যান রাখি। তাকে বলতে শোনা যায়, ‘আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন’।
রাখির এই ভিডিও রীতিমতো ভাইরাল। ভিডিওর শেষে আরবের শেখদের স্ত্রীর সঙ্গে নিজের তুলনা টানেন অভিনেত্রী। রাখির কীর্তি দেখে হাসি থামছে না নেটিজেনদের। একজন লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ড্রামাবাজ মহিলা’। আরেক জন কটাক্ষ করে লেখেন- ‘এই মহিলার নাটকের শেষ নেই। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী’।
এস