ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

অভিযোগের তীর টিটি ফেডারেশনের সহসভাপতি মুনীরের দিকে

টিটি খেলোয়াড় জাভেদের গুরুতর অভিযোগ

প্রকাশিত: ২০:৪৮, ২৯ আগস্ট ২০২৩

টিটি খেলোয়াড় জাভেদের গুরুতর অভিযোগ

সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় টিটি খেলোয়াড় জাভেদ (বা থেকে চতুর্থ)

দুই বছর আগে কাতারে এশিয়ান টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপ খেলেছিল বাংলাদেশ। ভাল ফল করায় বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ৩-১০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান টিটির আরও একটি আসর। যেখানে অংশ নেবেন বাংলাদেশের আট খেলোয়াড়। এদের চার জন পুরুষ ও বাকিরা নারী খেলোয়াড়।  র‌্যাংকিং অনুযায়ী পুরুষ বিভাগে রামহিম লিয়ান বম, মানস চৌধুরী, মুহতাসিন আহমেদ হৃদয় ও ইমরুল কায়েস ইমনের যাওয়ার কথা রয়েছে। তবে আন্তর্জাতিক আসর থেকে অবসর নেয়ায় মানস যাচ্ছেন না। ফলে যুব গেমসে চ্যাম্পিয়ন উদীয়মান নাফিস ইকবালকে সুযোগ দিচ্ছে ফেডারেশন। নারীদের ক্ষেত্রেও তাই। র‌্যাংকিং অনুযায়ী সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা ও রহিমা আক্তারের সঙ্গে যাচ্ছেন যুব গেমসে চ্যাম্পিয়ন খই খই সাই মারমা। 

তবে আজ মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টিটি ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সাবেক জাতীয় টিটি চ্যাম্পিয়ন জাভেদ আহমেদ। তার দাবি, জাতীয় দলগঠনে স্বজনপ্রীতি ও অনিয়ম করছেন মুনীর। জাভেদ বলেন, আমার দীর্ঘদিনের ক্যারিয়ারে দেখেছি বিদেশে কোন দল খেলতে গেলে টপ র‌্যাংকিংয়ের সেরা ৪ খেলোয়াড়কে পাঠানো হয়। আমার র‌্যাংকিং ৫। তবে মানস ভাই অবসর নেয়াতে র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে এখন ৪। সে অনুযায়ী আমার তো জাতীয় দলে থাকার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাকে বাদ দিয়ে সেখানে ঢোকানো হয়েছে ১৮ নম্বর র‌্যাংকিংধারী একটি জুনিয়র ছেলেকে, যাকে আমি ন্যাশনালে হারিয়েছি। এখন আপনারই বলুন, জাতীয় দলের সাফল্য পেতে কি সেখানে জুনিয়র খেলোয়াড় থাকলে ভালো, নাকি একজন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে ভালো হবে?
সহসভাপতির আচরণ এবং স্বভাব দিনে দিনে অসহনীয় হয়ে যাচ্ছে এবং নেগেটিভ চরিত্রের মতো প্রকাশ পাচ্ছে বলে জানান জাভেদ, তার কারণে জাতীয় দলের নতুন, সাবেক এবং উঠতি খেলোয়াড়দের কমবেশি সবাই যার কারণে বিরক্ত ও অতিষ্ঠ। 

ফেডারেশনকে নিজের পৈত্রিক সম্পত্তি বানিয়ে খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণ এবং ক্ষমতার দাপট দেখিয়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা এখন তার রীতিমতো স্বভাবে পরিণত হয়েছে৷ এই লোক ক্রীড়াঙ্গনের  বিষফোঁড়া ও করোনা ভাইরাস! আমরা অভিশাপমুক্ত হয়ে নিজের যোগ্যতায় খেলতে চাই।

সাবেক চ্যাম্পিয়ন ও বাংলাদেশ টিটি খেলোয়াড় সমিতির সভাপতি মানস অসুস্থতার কারণে প্রেসমিটে আসতে না পারলেও তার একটি ভিডিও বক্তব্য বাজিয়ে শোনানো হয়। সেখানে তিনি মুনীরের বিরুদ্ধে বিষোদগার করাসহ তাকে জি-বাংলা সিরিয়ালের কুটনি নারী বলে অভিহিত করেন! 
খেলোয়াড় সমিতির সদস্য জাতীয় খেলোয়াড় অন্তু হোসেন জয় অভিযোগ করেন, সর্বশেষ জাতীয় লিগে আমি মুনীর ভাইয়ের দলে খেলি।একটি ম্যাচে আমার সমপর্যায়ের প্রতিপক্ষের কাছে হেরে যাই। তখন সবার সামনে মুনীর ভাই আমাকে চড় মারেন!

এদিকে মুনীর বলেছেন, নির্বাহী কমিটির সভা অনুযায়ী আমরা এশিয়ান টিটিতে চার জন করে খেলোয়াড় পাঠাচ্ছি। র‌্যাংকিংয়ে তিন জন এবং উদীয়মান একজনকে। কারণ উদীয়মানরাই আগামীতে সিনিয়রে খেলবে। সেই হিসেবে ছেলেদের বিভাগে র‌্যাংকিংয়ে পঞ্চমে থাকা জাভেদ আহমেদকে না নিয়ে মানসের জায়গায় উদীয়মান নাফিস ইকবালকে পাঠানো হচ্ছে। অন্যদিকে মেয়েদের বিভাগে র‌্যাংকিংয়ে চারে থাকা ঐশী রহমানের জায়গায় পাঠানো হচ্ছে খই খই মারমাকে। গত এশিয়ান চ্যাম্পিয়নশিপেও এভাবেই ছেলেদের দলগঠন করা হয়েছিল। যেখানে উদীয়মান হিসাবে খেলার সুযোগ পেয়েছিল তৎকালীন উদীয়মান রামহিম লিয়ান বম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক রিপন খান, সহসভাপতি খন্দকার আল মাহবুব বিল্লাহ, মৌমিতা আলম রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা পরাগ, কোষাধক্ষ ফয়সাল হিমেল, সদস্য মুফরাদুল খায়ের হামজা ও অন্তু হোসেন জয়।  
 

 

রুমেল খান

×