ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শেখ কামাল ক্লাব কাপ রাগবি

শিরোপা এসআর রাগবি ও ফ্লেইম গার্লসের

প্রকাশিত: ২০:২৪, ২৬ আগস্ট ২০২৩; আপডেট: ২১:১২, ২৬ আগস্ট ২০২৩

শিরোপা এসআর রাগবি ও ফ্লেইম গার্লসের

বালিকা বিভাগের শিরোপা জিততে ঘাম ঝরাতে হয়েছে ফ্লেইম গার্লস  ক্লাবকে

আজ শনিবার শেখ কামাল অনুর্ধ-১৮ ক্লাব কাপ (সেভেনস) রাগবি প্রতিযোগিতা ঢাকার পল্টন মাঠে শেষ হয়েছে। পুরুষ বিভাগের ফাইনালে এসআর রাগবি ক্লাব ১২-০ গোলে সিটি পয়েন্টে বিডিকে এবং নারী বিভাগের ফাইনালে ফ্লেইম গার্লস ক্লাব ২২-১৪ পয়েন্টে এসএফএক্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলগুলোকে পুরস্কৃত করেছেন রশিদুজ্জামান সেরনিয়াবাত (উপ-পরিচালক, সিলেট বিভাগ, জাতীয় ক্রীড়া পরিষদ ও চেয়ারম্যানের একান্ত সচিব)। বালক বিভাগে অনায়াসেই চ্যাম্পিয়ন হয় এসআর রাগবি ক্লাবআরও উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও যুগ্ন সম্পাদক সাঈদ আহমেদ, টুর্নামেন্ট সম্পাদক সিরাজুল ইসলাম (পুরুষ বিভাগ) ও নুর ই আফরোজ (নারী বিভাগ)।
 

রুমেল খান

×