
শুরু হয়েছে দুই দিনব্যাপী রাগবি প্রতিযোগিতা।
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী রাগবি প্রতিযোগিতা।
শুক্রবার (২৫ আগস্ট) ঢাকার পল্টন মাঠে ৭টি পুরুষ ও ৪টি নারী ক্লাব নিয়ে শেখ কামাল অনুর্ধ-১৮ ক্লাব কাপ (সেভেনস) রাগবি প্রতিযোগিতা শুরু হয়।
আরও পড়ুন:প্রিগোজিন প্রতিভাবান ছিলেন: পুতিন
প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া অতিরিক্ত সচিব নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও যুগ্ন সম্পাদক সাঈদ আহমেদ, টুর্নামেন্ট সম্পাদক সিরাজুল ইসলাম (পুরুষ বিভাগ) ও নুর ই আফরোজ (নারী বিভাগ), সদস্য সরোওয়ার রকিব ও মশিউর রহমান। সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় নারী বিভাগের ফাইনালে এসএফএক্স মুখোমুখি হবে ফ্লেইম
গার্লসের।
শুক্রবারের খেলায় এস আর রাগবি ক্লাব ২২-০ গোলে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনকে, সিটি স্পোর্টস বিডি রাগবি ক্লাব ২৪-০ গোলে কেরানীগঞ্জ রাগবি ক্লাবকে, গুলশান নিকেতন ক্লাব ১৫-৫ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে, ঢাকা রাগবি ক্লাব ২৪-০ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে, এস আর রাগবি ক্লাব ১৫-৫ গোলে সিটি স্পোর্টস বিডি রাগবি ক্লাবকে, মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন ১৯-০ গোলে কেরানীগঞ্জ রাগবি ক্লাবকে, গুলশান নিকেতন ক্লাব ১২-০ গোলে ঢাকা রাগবি
ক্লাবকে এবং এস আর রাগবি ক্লাব ২৪-০ গোলে কেরানীগঞ্জ রাগবি ক্লাবকে, নারী বিভাগে এসএফএক্স লক্ষীবাজার রাগবি ক্লাবকে, ফ্লেইম গার্লস ক্লাব গোলে গুলশান নিকেতন ক্লাবকে, লক্ষীবাজার রাগবি ক্লাব গোলে গুলশান নিকেতন ক্লাবকে এবং এসএফএক্স গোলে ফ্লেইম গার্লস ক্লাবকে হারিয়েছে।
এমএম