
রাগবি রেফারিজ ও প্রশিক্ষণ কোর্স
নীলফামারী জেলার ডিমলা উপজেলা ক্রীড়া সংন্থার উদ্যোগে তিন দিনব্যাপী জেলায় জেলায় রাগবি রেফারিজ ও প্রশিক্ষণ কোর্স ১৫টি স্কুলের ক্রীড়াশিক্ষকসহ ২০ প্রশিক্ষণার্থীদের নিয়ে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রশিক্ষণ কোর্স সফলতার সঙ্গে শেষ হয়েছে।
প্রধান অতিথি হিসেবে সমাপনী এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা ক্রীড়া সংস্থার ডিমলার সাধারণ সম্পাদক লুতফর রহমান। বিশেষ অতিথি ছিলেন আরিফ সাদাত আরমান (অতিরিক্ত সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা ডিমলা, নীলফামারী, কোর্স সমন্বয়কারী এবং আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার), রাছেউল আলম রাছেল (নির্বাহী সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থা ডিমলা, নীলফামারী), রবিউল ইসলাম (নির্বাহী সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থা ডিমলা, নীলফামারী), জুয়েল রানা (নির্বাহী সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থা, ডিমলা, নীলফামারী), আসাদুজ্জামান মেরিন (ক্রীড়া ধারাভাষ্যকার, জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী এবং ক্রীড়া সংগঠক)।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবিতা রায় (খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় মহিলা রাগবি দল) এবং অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলা ক্রীড়া ডিমলার পক্ষ থেকে কবিতা রায়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে কোর্সের প্রশিক্ষক এসএইচ আদ্রাকে ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহফুজুল হক (প্রধান শিক্ষক, ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়)। কোর্সটির প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ রাগবির রাগবি ডেভেলপম্যান্ট ম্যানেজার ও ওয়ার্ল্ড রাগবি লেভেল-১ প্রশিক্ষক শাহরিয়ার হোসেন আদ্রা। কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।
রুমেল খান