
চুক্তি সই
বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের মানোন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশের হয়ে পেশাদার বক্সিং সোসাইটির (বিপিবিএস) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান এবং অস্ট্রেলিয়ার মাইক অলট্রামোরা চুক্তিতে সই করেন।
এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের পেশাদার বক্সিংয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই চুক্তির পাশাপাশি অস্ট্রেলিয়ান বক্সিং সংস্থার সঙ্গে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটি নামক একটি সংগঠনও সৃষ্টি করা হয়। এই সংগঠনটি দুই দেশের পেশাদার বক্সিংয়ের উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে একযোগে কাজ করে যাবে বলে জানান আসাদুজ্জামান। তার কথায়, আমি বিশ্বাস করি, বাংলাদেশ পেশাদার বক্সিং খেলার মানোন্নয়ন এবং আরো বিকাশের জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে এই চুক্তি কার্যকর ভূমিকা রাখবে। এতে আমাদের পেশাদার বক্সিং অনেকদূর এগিয়ে যাবে। আসাদুজ্জামানের হাত ধরেই বাংলাদেশে ২৯টি পেশাদার বক্সিং ইভেন্ট আয়োজিত হয় এবং লাল-সবুজের পতাকা হাতে ১৫ জনেরও বেশি পেশাদার বক্সার বিদেশের মাটিতে খেলার সুযোগও পান।
রুমেল খান