ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দিল্লির এশিয়াডে যাবে বাংলাদেশ ফুটভলি দল

প্রকাশিত: ২০:২৭, ১৯ জুলাই ২০২৩

দিল্লির এশিয়াডে যাবে বাংলাদেশ ফুটভলি দল

.

বিশ্বকাপে খেলেছে। পঞ্চম হয়ে দেশে ফিরেছিল। এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার জন্য যাবে বাংলাদেশ জাতীয় ফুটভলি দল। ২০-২৩ অক্টোবর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান ফুটভলি চ্যাম্পিয়নশিপের খেলা। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ১৫ দেশ। বিশ্ব আসরে পঞ্চম হওয়ায় এশিয়াডে সেমিফাইনাল খেলা প্রত্যাশা ফুটভলি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজম আলীর। 

আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন। এদিকে ২০টি দলের অংশগ্রহণে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় ফুটভলি চ্যাম্পিয়নশিপের খেলা। যেখানে পুরুষ বিভাগে ১২ এবং মেয়েদের বিভাগে আটটি দল অংশ নিচ্ছে। ঢাকার পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই আসর।
 

 

রুমেল খান

×