
টিটির এককের তিন বিজয়ী (বা থেকে) চঞ্চল, রুমেল ও শামীম
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার টেবিল টেনিস (টিটি) একক ও দ্বৈতের খেলা অনুষ্ঠিত হয়। ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে টিটি এককের ফাইনালে দৈনিক কালবেলার মাহমুদুন্নবী চঞ্চলকে ১১-৫, ১১-৩ পয়েন্টে হারিয়ে দৈনিক জনকণ্ঠের রুমেল খান চ্যাম্পিয়ন হয়েছেন। এই ইভেন্টে তৃতীয় হন শামীম হাসান। রুমেল কোয়ার্টার ফাইনালে আবু হোরায়রা তামিমকে ১১-৭, ১১-৩ পয়েন্টে এবং তীব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে শামীম হাসানকে ৭-১১, ১১-৯, ১৩-১১ পয়েন্টে হারান।
চঞ্চল এ নিয়ে ষষ্ঠবারের মতো রানারআপ হলেন। এর মধ্যে পাঁচ ফাইনালেই (২০১৭, ২০১৯, ২০২১ , ২০২২ ও ২০২৩ সালে) তিনি পরাভূত হন রুমেলের কাছে। বিএসপিএ টিটির এককে এটা রুমেলের নবম পদক এবং সপ্তম শিরোপা, যা সবার চেয়ে বেশি। তিনি ২০১৪ ও ২০১৬ আসরের ফাইনালে হারান টিভি ও বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ সালাউদ্দিনকে। বিএসপিএ টিটির এককে নয় আসরে রুমেল এ পর্যন্ত খেলেছেন মোট ৩২ ম্যাচ। এর মধ্যে জিতেছেন ৩০টি ম্যাচেই। টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও আছে তার। ফলাফল ... সাত বার চ্যাম্পিয়ন, একবার রানারআপ (২০২০) এবং একবার তৃতীয় স্থান (২০১৮) অধিকার।
একইদিনে ও একই ভেন্যুতে অনুষ্ঠিত টিটি দ্বৈতের ফাইনালে শামীম হাসান ও সাফিউর রহমান জুটিকে ১১-১, ১১-১৩ ও ১১-৭ পয়েন্টে হারিয়ে মোট ও টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হন রুমেল খান ও মাহমুদুন্নবী চঞ্চল জুটি।
এর আগে রুমেল-চঞ্চল জুটি সেমিতে সামসুল আরেফিন ও সাজ্জাদ হোসেন মুকুল জুটিকে ১২-১০, ১১-৭ পয়েন্টে হারান। এই ইভেন্টে তৃতীয় হন সামসুল আরেফিন ও সাজ্জাদ হোসেন মুকুল জুটি।
বিএসপিএ টিটির ডাবলসে এটা রুমেল-চঞ্চল জুটির অষ্টম শিরোপা। প্রতিটি শিরোপাই আবার টানা জেতা। এই জুটির আগের শিরোপাগুলো ছিল ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে।
সবমিলিয়ে মোট ৯টি আসরে এই জুটি খেলেছেন মোট ২২ ম্যাচ। জিতেছেন ২০টিতেই এবং প্রতিটিই টানা জয়। এর মধ্যে পাঁচ ফাইনালে হারান সুদীপ্ত আহমদ আনন্দ-রুবেল জুবায়ের জুটিকে। ২০১৬ আসরে হারান সুদীপ্ত আহমদ আনন্দ এবং শাহজাহান কবির জুটিকে। ২০২২ সালে হারান শামীম হাসান-শেখ সাদী জুটিকে।
বিএসপিএ স্পোর্টসে নির্দিষ্ট কোন দ্বৈত ইভেন্টে নির্দিষ্ট কোন জুটি সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার নজির অনেক আগেই গড়েছিলেন রুমেল-চঞ্চল জুটি। এবার নিজেদের সেই অভাবনীয় সাফল্যকে আরও উঁচুতে নিয়ে গেলেন তারা।
দৈনিক জনকণ্ঠের ক্রীড়া সাংবাদিক রুমেল আজ টিটির একক ইভেন্টে শিরোপা জিতে একটি বিরল কীর্তি গড়েন। আর তা হলো, তিন বার একই বছরে সাংবাদিকদের দুটি ভিন্ন সংগঠনের আয়োজিত টিটি প্রতিযোগিতার এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা।
এর আগে ২০১৬ ও ২০১৯ সালে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (বিএসপিএ) টিটির এককে দুবার করে চ্যাম্পিয়ন হয়েছিলেন রুমেল।
আজ টিটির খেলা পরিচালনা করেন জাতীয় টিটি দলের কোচ মোহাম্মদ আলী।
রুমেল খান