ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

ব্যাডমিন্টন দ্বৈতে রুমেল-মুকুল জুটির শিরোপা পুনরুদ্ধার

প্রকাশিত: ২১:০০, ১৯ জুন ২০২৩; আপডেট: ২১:২৩, ১৯ জুন ২০২৩

ব্যাডমিন্টন দ্বৈতে রুমেল-মুকুল জুটির শিরোপা পুনরুদ্ধার

ব্যাডমিন্টন দ্বৈতে এটা মুকুল- রুমেল জুটির দ্বিতীয় শিরোপা (ছবিতে মাঝের দুজন)।

বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের উদ্বোধন হয়েছে সোমবার। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন একক ও দ্বৈত ইভেন্টের খেলা। ব্যাডমিন্টন দ্বৈতের ফাইনালে আরফাত দাড়িয়া ও আবু হোরায়রা তামিম জুটিকে ২১-৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন  দৈনিক জনকণ্ঠের রুমেল খান ও ফ্রিল্যান্সার সাজ্জাদ হোসেন মুকুল জুটি। এটা এই জুটির দ্বিতীয় শিরোপা। 

বিএসপিএ ক্রীড়ায় এটা রুমেলের ২৪তম এবং ব্যাডমিন্টন দ্বৈতে এটা রুমেলের চতুর্থ পদক। এর আগে রুমেল ২০১৯ সালে শেখ আশিককে সঙ্গে নিয়ে তৃতীয়, ২০২০ সালে সাজ্জাদ হোসেন মুকুলকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন এবং ২০২২ সালে মুকুলকে সঙ্গে নিয়ে তৃতীয় হন। এই ইভেন্টে তৃতীয় হন শামীম হাসান ও মাহমুদুন্নবী চঞ্চল জুটি। 

সাফিউর তার শিরোপা উৎসর্গ করেন বিএসপিএর প্রয়াত সদস্য মোস্তাক আহমেদ খানকে (ছবিতে মাঝে)

রুমেল-মুকুল জুটি কোয়ার্টার ফাইনালে সাফিউর রহমান এবং মীর ফরিদ জুটিকে ২১-৬ পয়েন্টে এবং সেমিফাইনালের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ  ম্যাচে গতবারের চাম্পিয়ন শামীম হাসান ও মাহমুদুন্নবী চঞ্চল জুটিকে ২৫-২৩ পয়েন্টে হারান। ২০২২ আসরের সেমিতে এই শামীম-চঞ্চল জুটির কাছেই হেরেছিলেন রুমেল-মুকুল জুটি। ফলে এবার জিতে মধুর প্রতিশোধ নিলেন রুমেল-মুকুল জুটি!
ব্যাডমিন্টন এককের ফাইনালে মৃদুল হাসানকে হারিয়ে সাফিউর রহমান চ্যাম্পিয়ন হন। এই ইভেন্টে তো বটেই, বিএসপিএ ক্রীড়াতেই এটা তার প্রথম শিরোপা। শিরোপা জিতে আবেগে আপ্লুত হয়ে সাফিউর তার শিরোপাটা উৎসর্গ করেন বিএসপিএর প্রয়াত সদস্য এবং সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মোস্তাক আহমেদ খানকে, যিনি ২০২০ আসরে ব্যাডমিন্টন দ্বৈতের ম্যাচ খেলতে গিয়ে দুঃখজনকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে পাড়ি জামান না-ফেরার দেশে!
এবারের আসরে তৃতীয় হন সাজ্জাদ হোসেন মুকুল। তিনি গতবারের চ্যাম্পিয়ন ছিলেন (মোট ৫ বারের চ্যাম্পিয়ন)।

পল্টনের শহীদ তাজউদ্দিন স্টেডিয়ামে কার্নিভালের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এই সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা, সাধারণ সম্পাদক সামন হোসেন, ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সহ-সভাপতি জোবায়েদুর রহমান রানা। 
 

রুমেল খান

×