ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২০:০০, ১৪ জুন ২০২৩

খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ চ্যাম্পিয়ন

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট।

মানিকগঞ্জ জেলায় শেষ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস।

আজ বুধবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে সরকারি দেবেন্দ্র কলেজকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ। নির্ধারিত সময় কোন দলই গোল করতে পারেনি। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বিজিত দলের গোলরক্ষক শাহীন। এছাড়া টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের মিনাল। 
চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার এবং রানার্সআপ দলকে দেয়া হয়েছে ১০ হাজার টাকার প্রাইজমানি। এবারের আসরে মানিকগঞ্জ জেলার ৯টি কলেজ অংশ নেয়। চ্যাম্পিয়ন এবং রানাস আপ দুই দলই বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে। 

ম্যাচ শেষে দু’ দলের খেলোয়াড়দের ট্রফি এবং মেডেল প্রদান করেছেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভা মেয়র রমজান আলী, জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।
 

 

রুমেল খান

×