
সংবাদ সম্মেলন
চারটি ক্যাটাগরিতে ওয়ালটন ফাইটার কারাতে প্রতিযোগিতা নিয়ে আসছেন চিত্রনায়ক ও ফাইটার কারাতে এ্যাসোসিয়েশনের সভাপতি গ্র্যান্ডমাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম।
আগামী শুক্র ও শনিবার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ইভেন্টগুলো হলো- কাতা (পুরুষ ও মহিলা), ফাইট (পুরুষ ও মহিলা), অল ব্রেকিং ডিসপ্লে (পুরুষ ও মহিলা) ও অল ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে (পুরুষ ও মহিলা)।
এই ইভেন্টগুলোতে বিভিন্ন জেলা, ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক কারাতেকা অংশ নেবেন। তারা লড়বেন ১৫টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদকের জন্য।
আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাহাঙ্গীর আলম। এ সময় ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার ও ফাইটার কারাতে এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
রুমেল খান