
বিশ্বকাপ। ফাইল ফটো
বিশ্বকাপ শুরু হতে পারে আগামী ৫ অক্টোবর। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৯ নভেম্বর। ভারতের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। দেশটির মোট ১২টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১০ দলের ওয়ানডে ম্যাচগুলো।
সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও, বিশ্বকাপের সূচি এখনও তৈরি করা হয়নি। ১০ দলের টুর্নামেন্টে নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের ম্যাচগুলো হবে- বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইয়ে। কোন শহরে কোন দল খেলবে, সেই সূচি এখনও চূড়ান্ত হয়নি।
সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে আইসিসি; কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে সূচি প্রকাশ করতে বিলম্ব হচ্ছে।
এসআর