
ব্যাটিংয়ে সাকিব-তামিম। ছবি: ইএসপিনএন থেকে
মিরপুর শেরে বাংলা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩২৭ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড।
শুক্রবার (৩ মার্চ) শুরুতেই দুই উইকেট হারায় টাইগাররা। লিটন দাশ ও নাজমুল হাসান শান্ত শূন্য রানে ফিরেন সাজঘরে। আসা-যাওয়ার মিছিলে ছিলেন মুশফিকুর রহিমও। স্যাম কারানের বলে আউট হয় চারে রানে। শেষ পর্যন্ত দলের হাল ধরেন অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে এসে বিপত্তি ঘটান মঈন আলী। অধিনায়ক তামিম ইকবালকে তুলে নেন ৩৫ রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব অপরাজিত ৪৩ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ১৫ বলে ৭ রান করা সল্টকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন তাসকিন। মালানকে নিয়ে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান রয়।
২১তম ওভারে ভিন্সকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাইজুল। ১৬ বলে ৫ রান করে ফেরেন ভিন্স। জেসন রয়ের ব্যাটে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড। ১০৪ বলে ক্যারিয়ারের ১২তম শতরান পূর্ণ করেন জেসন রয়।
আউট হওয়ার আগে ১২৪ বলে ১৮ চার ১ ছক্কায় জেসন রয় করেন ১৩২ রান। ৬৪ বলে ৭৬ রানের ঝরো ইনিংস খেলে দলকে বড় স্কোর গড়ার পথে নিয়ে যান জস বাটলার।
তাইজুল ও সাকিব ১০ ওভারে একটি করে উইকেট নিয়েছেন। মিরাজ ৭৩ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তাসকিন তার ১০ ওভারে ৬৬ রান দিয়ে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ।
এসআর