
সভাপতি খালেদ মনসুর চৌধুরী
গত ২১ জানুয়ারি এশিয়ান গোজোরিউ কারাতে ফেডারেশনের ডিসি মিটিংয়ের সিদ্ধান্তে এশিয়ান গোজোরিউ কারাতে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি খালেদ মনসুর চৌধুরী সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাবেক সভাপতি এলভিন থানের মৃত্যুতে তিনি তার স্থলাভিষিক্ত হলেন।
খালেদ বাংলাদেশ বাশাআপ এ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ গোজোরিউ কারাতে ফেডারেশন এবং সাউথ এশিয়ান গোজোরিউ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক।
রুমেল খান