ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতকে হারিয়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ১ অক্টোবর ২০২২

ভারতকে হারিয়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যাম্পিয়ন টিমের ফটোসেশন।

ভারতের আসামে ব্যাডমিন্টন সাউথ এশিয়ায় বালক দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এস এম সিফাত উল্লাহ ও মুস্তাকিম হোসেন জুটি স্বাগতিকদের হারিয়েছেন ২-১ সেট ব্যবধানে। 

এর আগে লাল-সবুজের এই জুটি নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ ও ভারত।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ব্যাডমিন্টনসহ সব খেলার উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছেন। 

সম্প্রতি আমরা ২ কোটি টাকা ব্যয়ে ইনডোর স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নের কাজ সমাপ্ত করেছি।

স্পোর্টসের উন্নয়নে সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এসআর

×