ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মুশফিকের অভাব পূরণের সুযোগ দেখছেন টি২০ অধিনায়ক

তরুণদের সুযোগ দেয়ার পক্ষে মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৪, ৩ জুলাই ২০২২

তরুণদের সুযোগ দেয়ার পক্ষে মাহমুদুল্লাহ

মাহমুদুল্লাহ

ফেরিতে করে সেন্ট লুসিয়া হতে ডোমিনিকা যাত্রায় ভয়াল অভিজ্ঞতার পর একটা দিনও অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দলএর আগেই শনিবার রাতে নামতে হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচেতবে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মনে করছেন মানসিক প্রস্তুতিটাই ক্রিকেটে আসল এবং ডোমিনিকা আসার আগে সেন্ট লুসিয়ায় দল সুযোগ পেয়েছে অনুশীলনেরতাই খুব বেশি সমস্যা দেখছেন না তিনিএবার ক্যারিবীয়দের বিপক্ষে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিমতার জায়গায় অন্য কারও ভাল করে দলে থিতু হওয়ার ভাল সুযোগ দেখছেন মাহমুদুল্লাহএই সিরিজ দিয়েই মূলত আসন্ন টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশেরতাই এখন থেকেই তরুণদের বেশি বেশি সুযোগ দেয়ার পক্ষে তিনিপ্রথম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে এসব কথা বলেন মাহমুদুল্লাহ

টি২০ ক্রিকেটে এখন পর্যন্ত নিজেদের সেভাবে থিতু করতে পারেনি বাংলাদেশ দলসাম্প্রতিক সময়ে দুর্বলতাটা আরও প্রকট হয়ে উঠেছেকিন্তু মাহমুদুল্লাহ মনে করেন ঘরের মাঠে বেশ ধারাবাহিক বাংলাদেশতিনি মনে করেন দেশের বাইরে অনেক উন্নতি করতে হবেসেজন্য তরুণদের বেশি বেশি সুযোগ দেয়ার পক্ষে তিনিমাহমুদুল্লাহ বলেন, ‘হোম কন্ডিশনে আমরা অনেক বেশি ধারাবাহিকএ্যাওয়ে ম্যাচে উন্নতির ঘাটতি এখনও আছেএখানে আরও ভাল হতে হবে, এটা আমি স্বীকার করিকয়েকজন খেলোয়াড় আছে যারা এখনও তরুণ, অনভিজ্ঞওদের সময় দিতে হবেবিশ্বকাপের আগে আমরা আরও ১০-১২টি ম্যাচ খেলবওরা যেন যথেষ্ট সুযোগ পায়ওরা সুযোগ কাজে লাগাতে পারলে ওদের জন্যও ভাল, দলের জন্যও ভালআড়াই বছর হতে চললো অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এই ফরমেটে খেলছেন নাএবার দলে নেই মুশফিকওঅভিজ্ঞদের ঘাটতি পূরণের বিষয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘মুশফিক আমাদের অভিজ্ঞ ক্যাম্পেনারতবে এটা ওর জায়গা পূরণ করার ভাল একটা সুযোগতার জায়গায় যে-ই সুযোগ পাবে তার জন্য এটা অনেক ভাল সুযোগদল হিসেবেও এবার সিরিজ জয়ের সুযোগ দেখছেন তিনিমাহমুদুল্লাহ বলেন, ‘আসলে দল হিসেবেই আমাদের জন্য এটা সিরিজ জয়ের সুযোগ, বাংলাদেশের জন্য জেতার সুযোগ

এই সিরিজে দলের সঙ্গে তামিম-মুশফিকরা না থাকলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা করছেন না মাহমুদুল্লাহকারণ এখনও যথেষ্ট ব্যাটিং গভীরতা আছে এবং বিকল্পও আছেতিনি বলেন, ‘সাকিব, লিটন আছে, আমি আছিআফিফ, সোহান, মোসাদ্দেক আছেশেখ মেহেদী আছেআমি মনে করি ব্যাটিংয়ের গভীরতা ভালআমাদের বোলিং আক্রমণও খুব ভাল, বৈচিত্র্য আছেআশা করি অনেক চ্যালেঞ্জিং সিরিজ হবেটি২০ ক্রিকেটে দ্রুত রান করার তাগিদ থাকেসেজন্য শুরুর ৬ ওভারের পাওয়ার প্লে উপযুক্তভাবে ব্যবহার করা জরুরীআর এখানেই আছে বাংলাদেশের দুর্বলতাতবে তরুন মুনিম শাহরিয়ার আর দীর্ঘ সময় পর দলে ফেরা এনামুল হক বিজয়ের ওপর ভরসা করছে বাংলাদেশজাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার এ বিষয়ে বলেছেন, ‘মুনিম তো শুরু করেছেবিজয়ও আছেমুনিম হয়ত ওপেন করবে সঙ্গে হয়তো বিজয় থাকবেনতুন ওপেনিং জুটিতবে দুজনই অনেক এক্সাইটিং ক্রিকেট খেলে থাকেএবার টি২০তে একটু ভিন্নভাবে খেলতে চাচ্ছিএটা টিম ম্যানেজমেন্টেরও চাওয়া যে পাওয়ার প্লের ভাল ব্যবহারগত ম্যাচগুলোতে পাওয়ার প্লে ঠিকঠাক ব্যবহার করতে পারিনি

আশা করছি নতুন দুই ওপেনার প্রথম ৬ ওভার ভালভাবে ব্যবহার করতে পারবেসে উদ্দেশ্যেই এই দুজনকে দলে নেয়াতবে বাড়তি চাপ দিতে নারাজ তিনি এ দুজনের ওপরকারণ সেক্ষেত্রে হিতে-বিপরীত হতে পারেহাবিবুল বলেন, ‘তাদের ওপর চাপ দিচ্ছি নাআমরা চাইব যেন স্বাভাবিক খেলা খেলেআশা করছি পাওয়ার প্লে কাজে লাগাবেসেটা করতে গিয়ে ব্যর্থ হলেও আমরা কিছু মনে করব নাআমরা সেই মানসিকতা, সেই ক্রিকেট চাই

×